- অনেকক্ষেত্রেই জোমাটো থেকে একই খাবারের দাম রেস্তোরাঁর তুলনায় অনেকটাই বেশি হয়। এদিকে ছোটো শহরগুলিতে আমজনতার ক্ষুদ্রতর অংশের কাছে অতিরিক্ত খরচযোগ্য আয় থাকে। সেই কারণে বেশি টাকা দিয়ে একই খাবার আনার তুলনায় নিজেরাই রেস্তোরাঁয় গিয়ে খাওয়া বা বাড়ি নিয়ে আসেন সাধারণ মানুষ।