বাংলা নিউজ > বিষয় > Dakshineswar
Dakshineswar
সেরা খবর
সেরা ভিডিয়ো
সকাল সকাল কলকাতায় হাজির মধুর ভান্ডারকর। এসেছিলেন ব্যক্তিগত কাজে। কলকাতা বিমানবন্দরে পৌঁছেই পরিচালক সোজা চলে যান দক্ষিণেশ্বর কালী মন্দিরে। সেখানে পুজো দিতে দেখা যায় পরিচালককে। এদিন পরিচালক মধুর ভান্ডারকরের সঙ্গে ছিলেন ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ খ্যাত প্রযোজক অমিত আগরওয়াল। তাঁদের দুজনকেই পুজো দিতে দেখা যায় দক্ষিণেশ্বর মন্দিরে। হিন্দুস্তান টাইমস বাংলার হাতে উঠে এসেছে সেই ছবি। পুজো দিয়ে বের হয়ে পরিচালক বলেন, ‘মন্দির দর্শন করলাম, পুজোও দিলাম, সুন্দর একটা সকাল কাটল।’