Misty Singh Honeymoon: প্যারিস এবং সুইজারল্যান্ডে হানিমুনে গিয়েছেন মিষ্টি সিং এবং রেমো। এখন রীতিমত ছুটির মেজাজে তাঁরা। তবে আর পাঁচজনের মতোই সাধারণ হানিমুন নয় তাঁদের, সে একেবারে ফিল্মি হানিমুন যেন! সুইজারল্যান্ডে গিয়েই তাঁর DDLJ এর শাহরুখ কাজল মুহূর্ত তৈরি করলেন।