Ditipriya roy's boyfriend
- নিবেদিতা অনলাইনকে দেওয়া সাক্ষাৎকারে দিতিপ্রিয়া জানান, তাঁর আগের প্রেমক ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গেই যুক্ত। সেই সম্পর্ক ভাঙার পর মানসিক চাপ কাটাতে তাঁর অনেক সময় লেগেছে। কথা বলতে বলতেই চোখ ছলছল করে আসে দিতিপ্রিয়ার। বোঝাই যায়, তিনি চোখের জল লুকনোর চেষ্টা করছেন।