দুর্ধর্ষ গরম উপেক্ষা করে সকাল থেকেই মন্নতের বাইরে ছিল উপচে পড়া ভিড়। দুপুর গড়াতেই ছেলে আব্রামকে সঙ্গে নিয়ে দর্শন দিলেন শাহরুখ। হাত নেড়ে ভক্তদের সঙ্গে ইদের শুভেচ্ছা বিনিময় সারলেন।
Bakri Eid 2023 India: দেশজুড়ে শুরু হল কোরবানির ইদ পালন। আরবসহ মধ্য প্রাচ্য, পাকিস্তান ও বাংলাদেশেও এই দিন ইদের উদযাপন শুরু হয় সকাল সকাল। নমাজ শেষে ধর্মপ্রাণ বহু মুসলিম পরস্পর পরস্পরকে শুভেচ্ছাও জানান।