Emergency

সেরা খবর

সেরা ভিডিয়ো

নিজের ঠাকুমার নেওয়া সিদ্ধান্তের সমালোচনা করলেন রাহুল গান্ধী। ভারতের প্রাক্তন অর্থনৈতিক উপদেষ্টা তথা কর্নেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কৌশিক বসুর সঙ্গে আলাপচারিতায় এই কথা বলেন রাহুল। তাঁকে জরুরি অবস্থা জারি করা নিয়ে প্রশ্ন করা হয়। রাহুল গান্ধী বলেন যে সেই সিদ্ধান্ত সম্পূর্ণ ভুল ছিল। 

তবে তাঁর দাবি, মোদী ও আরএসএস-এর মতো প্রতিষ্ঠানগুলিকে দখল করার চেষ্টা করেননি ইন্দিরা গান্ধী। রাহুলের দাবি আরএসএস সব জায়গায় নিজেদের লোকদের বসাচ্ছে। রাহুলের আক্ষেপ যে বিজেপিকে যদি ভোটে হারানোও যায়, তাহলেও প্রতিষ্ঠানিক কাঠামো থেকে আরএসএসকে নির্মূল করা শক্ত হবে। 

read in app