বাংলা নিউজ > বিষয় > Gourab roy chowdhury
Gourab roy chowdhury
সেরা খবর
সেরা ভিডিয়ো
নতুন বছরের শুরুতেই বাংলা টেলিভিশনের পর্দায় আসছে ‘পিলু’। শাস্ত্রীয় সংগীত ও লোকগানের প্রেক্ষাপটে আরও একটা প্রেমের গল্প বলবে এই সিরিয়াল। ‘পিলু’তে নাম ভূমিকায় থাকছেন ‘ডান্স বাংলা ডান্স’-এর প্রতিযোগী মেঘা দাঁ। মেঘার বিপরীতে টিভির পর্দার জনপ্রিয় মুখ গৌরব রায় চৌধুরী। লোকগানের সাধিকা পিলু, তাঁর গানের গলা মুগ্ধ করবে গুরু আদিত্য নারায়ণকে। তিনি পিলুকে শাস্ত্রীয় সংগীতের দায়িত্ব দেবেন তাঁর সবচেয়ে প্রিয় শিষ্য আহিরকে। এরপরই শুরু দু'জনের প্রেমের গল্প। অথচ আদিত্য নারায়ণের গুরুদক্ষিণায় একদিন হয়ে উঠবে আহির-পিলুর প্রেমসফরের মূল অন্তরায়, কেমনভাবে মিল হবে দুজনের? সেই নিয়েই পিলু।