Coldplay-World Record: এখনও বাকি মিউজিক অব স্ফিয়ার ট্যুরের ৮ মাস, তার মধ্যেই রেকর্ড গড়ে ফেলল কোল্ডপ্লে। ইতিমধ্যেই ১০.৩ মিলিয়ন টিকিট বিক্রি হয়েছে এই ব্যান্ডের মিউজিক কনসার্টের। আর সেটার হাত ধরেই সবথেকে বেশি সংখ্যক শুনেছে এমন মিউজিক ট্যুর হয়ে উঠল কনসার্টের ইতিহাসে।