বাংলা নিউজ > বিষয় > Hijab
Hijab
সেরা খবর
সেরা ভিডিয়ো
হিজাব বিতর্ককে কেন্দ্র করে কর্ণাটকে বিতর্ক অব্যাহত। হিজাব ইস্যুতে গত কয়েকদিনে সেখানে প্রতিবাদের ঝড় বয়ে যায়। এরফলে ২০২২ দ্বিতীয় PUC পরীক্ষা বহু প্রতিবাদী বয়কট করেন। প্রায় শতাধিক পড়ুয়া এই পরীক্ষা বয়কট করে ছিলেন। এদিকে কর্ণাটকের বোম্মাই সরকার জানিয়ে দিয়েছে যে যে পরীক্ষার্থীরা ওই পরীক্ষা দেননি তাঁদের জন্য ফের পরীক্ষা নেওয়া হবে না। তাঁদের 'অনুপস্থিত' হিসাবে গণ্য করা হবে। তবে পড়ুয়ারা ৭০ নম্বরের থিওরি পরীক্ষা দিতে পারবেন। উল্লেখ্য, কর্ণাটক সরকার ক্লাসরুমে হিজাব নিষিদ্ধ ঘোষণার পর থেকেই এই ইস্যুতে ঝড় ওঠে। বিতর্ক আদালত পর্যন্ত গড়ায়। কর্ণাটক সরকারের নির্দেশই বহাল রাখে আদালত।