হিরণ চট্টোপাধ্যায় তাঁর আপ্তসহায়ক তমঘ্ন দে-র খড়গপুরের বাড়িতে রাত তিনটের সময় হানা দিয়েছে ঘাটাল পুলিশ। খবর পেয়ে রাতেই সেখানে পৌঁছে যান হিরণ। সেখানে ঘাটাল থানার ওসির সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন হিরণ। পুলিশ অফিসারকে ‘দেখে নেওয়ার’ হুমকি দেন। পালটা ‘দম দেখে নেব’ বলে জবাব দেন ওসি।
হিরণের কটাক্ষে যখন দেবের নাম ঘুরেফিরে আসছে, তখন ঘাটালের সাংসদ দেব মলদ্বীপে ‘প্রেমিকা’ রুক্মিণী মৈত্রের সঙ্গে। বিতর্ক থেকে দূরে বিন্দাস মুডেই ধরা দিলেন ক্যামেরায়।