Hrithik-Saba: প্রেমে স্বীকৃতি দিয়েছেন আগেই, আজকাল হামেশাই একসঙ্গে লেন্সবন্দি হন হৃতিক-সাবা। ১৭ বছরের ছোট প্রেমিকার সঙ্গে প্রায়শই সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেন বলি অভিনেতা। হৃতিক-সাবার প্রেম এখন এক কথায় জমে ক্ষীর! সাবা এখন রোশন পরিবারেরই একজন হয়ে উঠেছেন।