India vs australia t20 series
- ভারতের তরুণদের নিজেদের প্রমাণ করার সুযোগ ছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে। সেটা তাঁরা করেওছেন। আর তরুণদের মানসিক জোরটাই এই ম্যাচে বড় প্রাপ্তি ছিল ভারতের। সেই সঙ্গেও আরও কিছু প্রাপ্তি কিন্তু টিম ইন্ডিয়ার ভাঁড়ার পূর্ণ করেছে।