বাংলা নিউজ > বিষয় > Indian army chief
Indian army chief
সেরা খবর
সেরা ভিডিয়ো
এই মে মাসেই ২ বছর আগে লাদাখে চিন সীমান্ত পেরিয়ে ভারতের অংশে পা রেখেছিল চিনা ফৌজ। যার মোক্ষম জবাব দিয়ে ভারত স্পষ্ট করেছে নিজের অবস্থান। লাদাখ সীমান্তের পরিস্থিতি নিয়ে এরপর থেকে দুই পক্ষের সেনার মধ্যে শান্তি আলোচনা চলেছে। এখনও তা অব্যাহত। এদিন পরিস্থিতি নিয়ে মুখ খোলেন সেনা প্রধান জেনারেল মনোজ পান্ডে। তিনি বলেন, 'স্টেটাস কো পাল্টাতে দেওয়া হবে না'। পাশাপাশি তিনি স্পষ্ট করেন যে, দেশের অংশের একচুলও জমি ভারতীয় সেনা ছাড়তে রাজি নয়। সেই বিষয়টিও চিন সীমান্তে নিশ্চিত করা হচ্ছে।