বাংলা নিউজ > বিষয় > Indian national
Indian national
সেরা খবর
সেরা ভিডিয়ো
অন্তত ৭৮ হাজার ভারতীয় বিহারের জগদীশপুরে ভারতের জাতীয় পতাকা 'ওয়েভ' করলেন। যে ঘটনা ভারতের বুকে জন্ম দিল নয়া ইতিহাসের। এই ঘটনা ভেঙে দিয়েছে পাকিস্তানের ১৮ বছর আগের রেকর্ডকে। রেকর্ড গঠনকালে বিহারের জগদীশপুরে উপস্থিত ছিলেন অমিত শাহ। দেখা যায় সমবেতভাবে ৭৮ হাজার ভারতীয় বিহারের জগদীশপুরে একইসঙ্গে জাতীয় পতাকা 'ওয়েভ' করলেন উচ্ছ্বাসের সঙ্গে। এই গায়ে কাঁটা দেওয়া মুহূর্তে চলছিল 'বন্দে মাতমরম'এর সুর। 'আজাদি কি অমৃত মহোৎসব' এর অংশ হিসাবে এই কর্মসূচি পালিত হয়। এর আগে ৫৬ হাজার পাকিস্তানি লাহোরের বুকে সেদেশে জাতীয় পতাকা 'ওয়েভ' করার রেকর্ড গড়েছিলেন। যা ছাপিয়ে গেল ভারত।