Jamai shasthi
সেরা খবর
সেরা ভিডিয়ো

#jamaisasthi #boumasasthi #rangabou #shrutidas
বুধবার জামাইষষ্ঠীর ছবি শেয়ার করে নিয়েছিলেন শ্রুতি সোশ্যাল মিডিয়ায়। ২০২৩ সালের জুলাই মাসে আইনি বিয়ে করেছিলেন শ্রুতি দাস ও স্বর্ণেন্দু সমাদ্দার। শ্রুতির ইনস্টাগ্রামে শেয়ার করা ছবিতে দেখা গিয়েছিল অভিনেত্রীর মা মেয়ে আর জামাইকে আদরের সঙ্গে তুলে দিচ্ছে বিরিয়ানি। তবে আসল চমক এল, বুধবার রাতেই। যখন তিনি বউমা ষষ্ঠীর ভিডিয়ো শেয়ার করলেন সোশ্যাল মিডিয়াতে। ভিডিয়োয় দেখা যাচ্ছে আসনে পাশাপাশি বসে আছেন শ্রুতি আর স্বর্ণেন্দু। দুজনের সামনেই রাখা রয়েছে মিষ্টি আর ফলের প্লেট। এরপর মায়ের হাত থেকে নিয়ে স্বর্ণেন্দু নতুন শাড়ি নিয়ে জড়িয়ে দেন শ্রুতির কাঁধে। তারপর শাশুড়িমা ধান-দুর্বা দিয়ে আশীর্বাদ করেন। হাতে বেঁধে দেন হলুদ সুতো। পাখার হাওয়াও করেন। বউমাকে আদরে ভরালেন স্বর্ণেন্দুর মা। তারপর অভিনেত্রী পায়ে হাত দিয়ে করলেন প্রণামও। শ্রুতিকে এরপর মিষ্টি খাওয়াতেও দেখা গেল শাশুড়ি আর বরকে। ‘বৌমাষষ্ঠী’ ক্যাপশনে ভিডিয়োটি শেয়ার করেন রাঙা বউ নায়িকা।