Jnu
সেরা খবর
সেরা ভিডিয়ো
বাকযুদ্ধে জড়ালেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী শেহলা রশিদ এবং তাঁর বাবা আবদুল রশিদ শোরা। শেহলার বাবার অভিযোগ, তাঁকে হুমকি দিচ্ছেন জেএনইউয়ের প্রাক্তনী। জম্মু ও কাশ্মীরের পিপলস মুভসমেন্টসের সঙ্গে যোগ থাকা দু'জন ইতিমধ্যে জাতীয় তদন্তকারী সংস্থার (এনআইএ) হেফাজতে আছে বলেও দাবি করেন তিনি। একইসঙ্গে শেহলার স্বেচ্ছাসেবী সংগঠন নিয়ে তদন্তেরও আর্জি জানান। তিনি বলেন, ‘ও যে দলে যোগ দিয়েছে, সেই দলের যুক্ত লোকেদের বিরুদ্ধে সন্ত্রাসে অর্থ মদত দেওয়ার মামলা রুজু আছে। ওর (শেহলা) যোগ কতটা, তা খুঁজে বের করার দায়িত্ব তদন্তকারী সংস্থার।’ সেই অভিযোগের পালটা দিয়েছেন শেহলা। তিনি বলেন, ‘আপনারা অনেকেই নিশ্চয়ই আমার জন্মদাতা বাবার ভিডিয়ো দেখেছেন, যেখানে আমি, আমার মা এবং বোনের বিরুদ্ধে ভুলভাল অভিযোগ করেছেন। পুরো বিষয়টি সহজভাবে এবং অল্পের মধ্যে বলার জন্য জানাতে চাই যে উনি নিজের স্ত্রী'কে মারতেন, অভদ্র এবং চরিত্রহীন।’ বিস্তারিত দেখুন ভিডিয়ো -