বাংলা নিউজ > বিষয় > Kalyan banerjee
Kalyan banerjee
সেরা খবর
সেরা ভিডিয়ো

শকুন্তলা কালি মন্দির মাঠে শুরু হল কোন্নগর বইমেলা। কোন্নগরের তৃণমূল কংগ্রেসের সভাপতি তন্ময় দেবের নেতৃত্বে মেলার বাইরে জাগো বাংলার বুক স্টল দেওয়া হয়েছে। কিন্তু মেলার ভিতরে জায়গা পায়নি তৃণমূলের জাগো বাংলার স্টল। এ ঘটনায় ক্ষুব্ধ তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কোন্নগর পুরপ্রধান স্বপন দাসকে রীতিমত ধমক দিয়ে বলেন, জাগো বাংলা স্টল বাইরে কেন হবে? এটা মানা যায় না। এ প্রসঙ্গে পুরপ্রধান স্বপন দাস বলেন, মেলায় প্রকাশনা সংস্থাকে অগ্রাধিকার দেওয়া হয় আগে আসার ভিত্তিতে। জাগো বাংলা যে স্টল চেয়েছিল সেটা আগেই বুকিং হয়ে গিয়েছিল। জাগো বাংলা যখন আবেদন করে তাদের একটি স্টল দেওয়া হয়েছিল। সেটা ওদের পছন্দ হয়নি। জানা গিয়েছে, মেলার মূল অনুষ্ঠান মঞ্চের পাশের কোন্নগর সবুজ যোদ্ধা বুক স্টলে মুখ্যমন্ত্রীর বই বিক্রি হচ্ছে।