Kamal nath
সেরা খবর
সেরা ভিডিয়ো
একই দলে থাকার সময় ছিলেন ভিন্ন গোষ্ঠীতে। জ্যোতিরাদিত্যের অঙ্গুলি হেলনেই সরকার খুইয়েছেন কমলনাথ। তারপর থেকেই তুঙ্গে উঠেছে এই দুই নেতার মধ্যে আকচা আকচি।
বৃৃহস্পতিবার মধ্যপ্রদেশ মন্ত্রিসভার সম্প্রসারণের পর লাগাতার তাঁর বিরুদ্ধে কমলনাথ ও দিগ্বিজয় সিংয়ের করা অভিযোগ নিয়ে মুখ খোলেন বিজেপি সাংসদ। জ্যোতিরাদিত্য বলেন যে তাঁর কোনও সার্টিফিকেটের দরকার নেই এই দুই নেতার থেকে। ২৮ জন যারা শপথ নিয়েছেন তাদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ গুণার মহারাজার ঘনিষ্ঠ। দুই কংগ্রেস নেতাকে সতর্ক করে জ্যোতিরাদিত্য বলেন যে টাইগার আভি জিন্দা হ্যায়।
শুক্রবার আবার তার পালটা দেন প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথ। তিনি প্রশ্ন করেন যে এটা কাগুজে বাঘ বা সার্কাসের বাঘ নয় তো। যেভাবে একসঙ্গে বিধায়করা দল ছেড়েছিলেন, তাতে অর্থের লেনদেন হয়েছে,, সেই ইঙ্গিতও দেন কমলনাথ। তিনি বলেন বাঘের মতো ঘোড়াও অনেক প্রকারের হয়। কিছু ঘোড়ায় চেপে বর বিয়ে করতে যায়, কিছু ঘোড়া আবার অন্য কাজে ব্যবহার হয়। তিন মাস ক্ষমতায় আসার পর অবশেষে পুরো মন্ত্রিসভা নিয়ে কাজ করবেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।
সেরা ছবি
- Madhya Pradesh Election Final Results: ফের একবার মধ্যপ্রদেশে ক্ষমতা দখল করল বিজেপি। ২৩০ আসন বিশিষ্ট মধ্যপ্রদেশের ১৬৩টি আসনে জিতেছে বিজেপি। কংগ্রেস জয়ী ৬৬টি আসনে।