শীতের সকালে রেল অবরোধ উত্তরবঙ্গে। এর জেরে আটকে পড়েছে বহু ট্রেন। রিপোর্ট অনুযায়ী, পৃথক কামতাপুর রাজ্য এবং কামতাপুরি ভাষার স্বীকৃতির দাবিতে 'রেল রোকো' কর্মসূচির ডাক দিয়েছে অল কমতাপুর স্টুডেন্ট ইউনিয়ন বা আকসু। এই কর্মসূচির জেরেই চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের।