কেবিসি-র মূল আকর্ষণের নাম অমিতাভ বচ্চন। তাঁর সঞ্চালনার গুণে এই শো পৌঁছে গেছে অন্য মাত্রায়। চলতি বছরের কেবিসিতে প্রতিযোগীদের সঙ্গে গল্প আড্ডার ফাঁকে নিজের নানান অজানা বিষয়ের কথা প্রকাশ্যে ফাঁস করেছেন 'শাহেনশাহ' স্বয়ং!