অরিজিৎ সিংয়ের খ্যাতি এখন জগৎজোড়া। অরিজিতের স্কুটি চেপে এড শিরানের জিয়াগঞ্জ ভ্রমণের দৃশ্য এখনও নেটিজেনদের চোখে লেগে, তারপর আবার মার্টিন গ্যারিক্সের সঙ্গে যুগলবন্দি। কিন্তু তাতেও কোনও পরিবর্তন ছুঁতে পারেনি গায়ককে। এবার তাঁর প্রশংসায় পঞ্চমুখ সঙ্গীত শিল্পী লোপামুদ্রা মিত্র।