Koel sing
সেরা খবর
সেরা ভিডিয়ো
অরিজিৎ কিংবা কোয়েলের ফ্যানপেজে তাই মাঝেমধ্যেই উঠে আসে তাঁদের জীবনের সুন্দর নানান মুহূর্ত। মঙ্গলবার কোয়েল সিং-এর ফ্যান পেজে ধরা পড়ল অরিজিৎ-কোয়েলের রোম্যান্টিক ডেটের ছবি। প্রথম ছবিতে দেখা গেল, কোনও এক রেস্তোরাঁয় মুখোমুখি বসে রয়েছেন অরিজিৎ-কোয়েল। সেখানে হালকা আলো জ্বলছে। স্ত্রীর সঙ্গে সুন্দর সেই মুহূ্র্ত সেলফি বন্দি করতে দেখা যাচ্ছে অরিজিৎকে। দ্বিতীয় ছবিতেও অরিজিৎ-কোয়েলকে কোনও এক খোলা জায়গায় দেখা যাচ্ছে, ওই একই পোশাকে। তবে ছবিগুলি বলছে, এগুলো এদেশে নয়, বিদেশে তোলা। তৃতীয় ছবিতেও অরিজিৎ-কোয়েল দুজনেকই শীত পোশাকে দেখা গিয়েছে। চতুর্থ ছবিতেও খোলা আকাশের নিচে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে তাঁদের। পঞ্চম বা শেষ ছবিতে যেন আরও রোম্যান্টিক অরিজিৎ-কোয়েল। বরের গলে গাল রেখে প্রেমে ডুব দিয়েছেন কোয়েল সিং। ছবিগুলি পোস্ট করে ক্যাপশানে লেখা হয়েছে, ‘Partner for life’ অর্থাৎ জীবনসঙ্গী। __________________________________________________________________ ‘হিন্দুস্তান টাইমস বাংলা’-র যাবতীয় আপডেটের জন্য ইউটিউবে ‘বেল' (Bell) আইকনে ক্লিক করুন। ফেসবুকে আমাদের পেজে লাইক করুন: https://www.facebook.com/hindustantimesbangla টুইটারে আমাদের টুইট করুন: https://twitter.com/HT_Bangla ইনস্টাগ্রামে ফলো করুন: https://www.instagram.com/htbangla/?hl=en #shorts #arijitsingh