রাজ্যে বিনিয়োগ টানার লক্ষ্যে গত ১১ দিন ধরে বিদেশে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে স্পেন, তারপর দুবাইয়ে গিয়েছিলেন মমতা। গতকাল সন্ধ্যা ৭টা নাগাদ দুবাই থেকে শহরে ফিরে আসেন মমতা। আর বাংলায় ফিরেই মমতা জানালেন, তাঁর সফর সফল হয়েছে। রাজ্যে বিনিয়োগ আনতে অনেক চুক্তি হয়েছে।