Lalita saptami 2024: ভাদ্র মাসের শুক্লপক্ষের সপ্তমী তিথিতে ললিতা সপ্তমী পালিত হয়। এই হিন্দু উৎসব রাধা রানীর প্রিয় বন্ধু দেবী ললিতা দেবীর জন্মবার্ষিকী হিসেবে পালিত হয়। আসুন জেনে নেওয়া যাক, ললিতা সপ্তমীর গুরুত্ব কী এবং তার পুজো করলে কী ফল পাওয়া যায়।