বাংলা নিউজ > বিষয় > Leopard video
Leopard video
সেরা খবর
সেরা ভিডিয়ো
পড়ে গিয়েছিল কুয়োর জলে। তবে পরিস্থিতির সামনে হার মানতে যে নারাজ ছিল এই লেপার্ড, তা স্পষ্ট! কুয়ো থেকে তাকে উদ্ধার করতে মই সহ বিভিন্ন জিনিসপত্র দেওয়া হয়েছিল তাকে। এরপর গুটিসুটি মেরে সে মইতে থাবা বসিয়েই চারিদিক ভাল করে নজরে রেখে দেয়। কোন রাস্তা দিয়ে বের হলে, কেউ চার টিকিটিও ধরতে পারবে না সেদিকে খেয়াল করতে থাকে লেপার্ড। এরপর আস্তে আস্তে পা টিপে মই দিয়ে বেরিয়েই ধাঁ! দৌড়ে পালিয়ে যায় সে। ঘটনা যেন শিউরে ওঠার মতো। ওড়িশার সম্বলপুরের হিন্দোলঘাট এলাকার এই দৃশ্য ঘিরে এলাকায় পড়ে যায় শোরগোল।