প্রসঙ্গকে দীর্ঘ করে কোনও একটা জায়গায় গিয়ে গল্প বানিয়ে বলে ফেলেন! ফলে বহু মিথ্যা কথাই সেই সময় বলতে হয় তাঁদের। নিজের কোনও পুরনো মিথ্যাকে চাপা দিতে গিয়ে আবার নতুন মিথ্যা কথা বলে ফেলেন এঁরা। ফলে দুমদাম মুখ দিয়ে বের হতে থাকে মিথ্যা। কোন কোন রাশির জাতক জাতিকারা এমনটা করেন দেখা যাক।