বাংলা নিউজ > বিষয় > Liz truss
Liz truss
সেরা খবর
সেরা ছবি
মেরি এলিজাবেথ ট্রাস ১৯৭৫ সালে ইংল্যান্ডের অক্সফোর্ডে জন্মেছিলেন। বাবা পেশায় গণিতের অধ্যাপক, মা ছিলেন ল্যাটিনের শিক্ষিকা। এরপর এলিজাবেথ ধীরে ধীরে লিজ নামে পরিচিতি পেতে লাগলেন। স্কটল্যান্ড, কানাডায় পড়াশোনার পর ১৯৯৬ সালে তিনি স্বাতক হন। তখন অক্সফোর্ড ইউনিভার্সিটি লিবারেল ডেমোক্র্যাটসের প্রেসিডেন্ট তিনি। রাজতন্ত্র নিপাত যাওয়ার সুরে ততদিনে সুর মিলিয়েছেন ট্রাস।