Lok sabha election 2024 results prediction
- ক্ষমতা হারানো তো দূর অস্ত, গতবারের থেকেও বেশি আসনে জিতে এবার ক্ষমতায় ফিরতে পারে নরেন্দ্র মোদীর বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট। তেমনই আভাস দিয়েছে অধিকাংশ এক্সিট পোল (এক্সিট পোল যে মিলবে, সেরকম কোনও নিশ্চয়তা নেই)। আর সেই এক্সিট পোল থেকে ছ'টি বিষয় স্পষ্ট হয়ে গিয়েছে।