বাংলা নিউজ > বিষয় > Manipur assembly election 2022
Manipur assembly election 2022
সেরা খবর
সেরা ভিডিয়ো

- মণিপুরে ভোট প্রচারে মঙ্গলবার পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপির এই হেভিওয়েটকে স্বাগত জানাতে বিশাল সংখ্যায় ভিড় করতে দেখা যায় বিজেপি সমর্থকদের। রাস্তার পাশে দাঁড়ানো সমর্থকরা শুভেচ্ছায় ভরিয়ে দেন মোদীকে। এমনকি সমর্থকদের সঙ্গে সেলফি তোলার জন্য গাড়ি থামিয়ে 'প্রোটোকল' ভাঙতেও দেখা যায় মোদীকে। বহু মহিলা সমর্থকদেরই মোদীর সঙ্গে সেলফি তুলতে দেখা যায় এদিন। এই 'দামি' মুহূর্ত গুলির কথা খোদ নরেন্দ্র মোদীও নিজের টুইটার অ্যাকাউন্টে শেয়ার করেন। ইম্ফল বিমানবন্দর থেকে এদিন ১২ কিলোমিটারের দীর্ঘ 'মানব প্রাচীর' মোদীকে স্বাগত জানায় বলে জানা যায়। মণিপুরের প্রচার সভায় মোদী বলেন ১৫ নভেম্বরকে এবার থেকে 'ট্রাইবাল প্রাইড ডে' হিসাবে গণ্য করা হবে। আগামী ২৮ ফেব্রুয়ারি ও ৫ মার্চ মণিপুরে সম্পন্ন হবে ভোটগ্রহণ পর্ব।