বিজেপির মোদী ২.০ সরকারের বিরুদ্ধে বিরোধীদের অন্যতম হাতিয়ার ছিল 'মূল্যবৃদ্ধি'। বিগত দশ বছরে লাফিয়ে লাফিয়ে বেড়েছে গ্যাসের দাম। এদিকে সার্বিক ভাবে অন্যান্য জিনিসপত্রেরও দাম বেড়েছে অনেকটা। তবে ১০ বছর পর প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া কাটতে সংকল্প পত্রে একের পর এক ধামাকা বিজেপির।