২৬ অক্টোবর দুপুর ১.৩৮ মিনিটে কন্যা রাশি থেকে বেরিয়ে তুলা রাশিতে প্রবেশ করেছে বুধ গ্রহ। বুধ এই রাশিতে ১৩ নভেম্বর পর্যন্ত থাকবে। ততদিন পর্যন্ত বিভিন্ন রাশিতে বুধের গোচরের ফলে সুপ্রভাব পড়তে চলেছে। কোন কোন রাশি এরফলে শুভ ফল পেতে চলেছে তা দেখে নেওয়া যাক।