চোট প্রসঙ্গে রিচার্ডসন সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘চোট খেলার অঙ্গ। তবে এই ধরনের চোট খুব হতাশাজনক। বর্তমানে কঠিন অবস্থায় রয়েছি। তবে এখান থেকে ফিরে আসার জন্য আমি প্রস্তুত। ক্রিকেট খেলতে ভালোবাসি। অতীতের চেয়েও ভালো ক্রিকেটার হয়ে ফিরে আসার জন্য আমি কঠোর পরিশ্রম করব।’
এই বছরের শেষের দিকে ভারতে যে ওডিআই বিশ্বকাপ অনুষ্ঠিত হতে চলেছে, তাতে সরাসরি যোগ্যতা অর্জন করার জন্য দক্ষিণ আফ্রিকাকে সিরিজে নেদারল্যান্ডসকে হারাতে হবে। আর সিরিজ শেষ হবে ২ মার্চ।
আসন্ন আইপিএল মরশুমে খেলতে পারবেন না জসপ্রীত বুমরাহ (ছবি-বিসিসিআই)
তারকা ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহ আইপিএল ২০২৩ থেকে বাদ পড়েছেন। তাঁর পিঠে চোটের কথা শোনা যাচ্ছে। এই কারণে আইপিএল থেকে ছিটকে গেছেন জসপ্রীত বুমরাহ। এই খবর মুম্বই ইন্ডিয়ান্সের বোলিং লাইন আপকে কিছুটা দুর্বল করেছে।
আইপিএলের ইতিহাসে কে সেরা অধিনায়ক- রোহিত না ধোনি? ঠিক এই প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার বীরেন্দ্র সেহওয়াগকেও। তবে প্রশ্নকে এড়িয়ে যাননি তিনি। বরং সরাসরি জানিয়ে দিয়েছেন আইপিএলের পরিপ্রেক্ষিতে অধিনায়ক রোহিত শর্মা এগিয়ে রয়েছেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির থেকে।
অরুণ মুম্বই ইন্ডিয়ান্সের সাপোর্ট স্টাফেদের সঙ্গে যোগ দেবেন, যেখানে মার্ক বাউচার প্রধান কোচ এবং কায়রন পোলার্ড ব্যাটিং কোচ। শেন বন্ড এবং জেমস পেমেন্ট যথাক্রমে বোলিং ও ফিল্ডিং কোচ।
SKY reveals practice ethics: ভারত-নিউজিল্যান্ড ম্যাচের পর সূর্যকুমার যাদব জানান, ম্যাচের আগে আর অনুশীলন করেন না। জিমে সময় কাটান। শারীরিক কসরৎ করেন। শুধু ম্যাচের দিন ২০ টি বল খেলেন। তাতেই অনুশীলন সেরে ফেলেন।