পঞ্জাব এফসিকে হারালেও মোহনবাগান কোচের অবশ্য চিন্তা থেকেই যাচ্ছে স্ট্রাইকারদের ফর্ম নিয়ে। কারণ জেমি ম্যাকলারেন এখনও পর্যন্ত গোল করেছেন ৫টি। সেখানে ডিফেন্স থেকে উঠে গিয়ে একা রদ্রিগেজই গোল করেছেন চারটি, পঞ্জাব ম্যাচের পর তো স্বীকার করে নিয়েছেন, পুলগা ভিদালের লালকার্ডে তাঁদের সুবিধা হয়েছে।