বাংলা নিউজ > বিষয় > Nashik
Nashik
সেরা খবর
সেরা ভিডিয়ো
মহারাষ্ট্রের নাসিকের ইগতপুরীতে কুঁড়েঘরের ভিতর জন্ম নিল চারটি লেপার্ড। বন দফতরের আধিকারিক গণেশরাও জোলে জানান যে একটি লেপার্ড চারটি শাবকের প্রসব করেছে ভাঙা ঘরের মধ্যে। আপাতত সেখানেই আছে তারা। বন দফতরের লোকজন এখন অপেক্ষা করছে কবে শাবকদের নিয়ে গভীর জঙ্গলে ফিরে যাবে এই লেপার্ড। তবে শিশুগুলি সুস্থ ও নিরাপদ আছে বলে তিনি জানান।
ইগতপুরী অঞ্চলে অনেক লেপার্ডের সমাগম আছে বলে জানান গণেশরাও। ভিডিওটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।