বাংলা নিউজ > বিষয় > National award
National award
সেরা খবর
সেরা ভিডিয়ো
রামকমল মুখোপাধ্যায় বললেন, ‘এক দুয়া-র জন্য জাতীয় পুরস্কার পেয়ে ভীষণভাবেই আপ্লুত। ওইদিনই কলকাতায় এসেছিলাম, এখানে এসেই সুখবর পাই। এষা দেওলও ভিডিয়ো কল করেছিলেন। আমি জাতীয় পুরস্কার জেতায় দেব-রুক্মিণী আমার জন্য বিশেষ পার্টি রেখেছিলেন। কলকাতায় বিনোদিনীর পোস্ট প্রোডাকশনের কাজ শেষ করার জন্যই এসেছি। বিনোদিনীর টিজার বাঘাযতীন-এর সঙ্গে যুক্ত করার চেষ্টা চলছে। সবকিছু ঠিক থাকলে সেটাই হবে। আর ট্রেলার প্রধান-এর সঙ্গে ২৫ ডিসেম্বর যুক্ত করে আনার পরিকল্পনা রয়েছে।’