RBI এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উক্ত NBFC-গুলির রেজিস্ট্রেশন শংসাপত্র বাতিল করা হয়েছে। এগুলি হল কুর্গ টি কোম্পানি, ত্রিমূর্তি ফিনভেস্ট, ইস্ট ওয়েস্ট ফিনভেস্ট ইন্ডিয়া, জেভি মোদি সিকিউরিটিজ, কে কে প্যাটেল ফাইন্যান্স, পূরভি ফিনভেস্ট এবং জেনফিন ক্যাপিটাল প্রাইভেট লিমিটেড।