গৌতম আদানি এক সাম্প্রতিক সাক্ষাত্কারে বলেন, NDTV-র অধিগ্রহণ তাঁর কোনও ব্যবসায়িক পদক্ষেপ নয়। বরং এটি তাঁর নৈতিক লক্ষ্য। তিনি ব্যাখা করেন, সমালোচনা, ভুল ধরানোর অধিকার সর্বদাই সংবাদমাধ্যমের থাকা উচিত্। কিন্তু এর পাশাপাশি কী কী ভাল হচ্ছে, সেটিও তুলে ধরা প্রয়োজন।