North east frontier railways
- দক্ষিণ দিনাজপুরে বালুরঘাট-হিলি রেললাইন সম্প্রসারণের কাজ এবার এগোতে পারে দ্রুত গতিতে। এমনই দাবি করা হল রিপোর্টে। দীর্ঘদিন ধরে থমকে থাকা এই রেল প্রকল্প নিয়ে জেলা প্রশাসন উদ্যোগী হয়েছে ভোট মিটতেই। এই আবহে এক মাসেই এই প্রকল্পের কাজে হাত দিতে পারে রেল।