England Set Massive World Record In Test Cricket's 147-Year-Old History: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র ৪.২ ওভারের মধ্যে টেস্ট ক্রিকেট ইতিহাসের দ্রুততম দলীয় হাফসেঞ্চুরি করে নয়া রেকর্ড গড়েছে ইংল্যান্ড। এই রেকর্ডটি টেস্ট ফরম্যাটে দ্রুত স্কোর করার হারের দিকে আধুনিক ক্রিকেটের প্রবণতাকে তুলে ধরে।