কলকাতায় চালু হল 'অক্সিজেন লঙ্গর'। বেহালা গুরুদ্বার প্রবন্ধক কমিটি ও ইন্ডিয়ান হিউম্যানেটেরিয়ান অ্যাসোসিয়েশন (আইএইচএ) ফাউন্ডেশনের উদ্যোগে সেই লঙ্গর চালু করা হয়েছে। সেখানে বিনামূল্যে মিলবে অক্সিজেন। কীভাবে সেই পরিষেবা মিলবে, কী কী নথি লাগবে, তা জেনে নিন একনজরে -