হরভজন সিং বলেন, ‘এই মরশুমে মায়াঙ্ক আগরওয়ালের কী হয়েছে তা বিশ্বাস করতে পারছি না। তিনি একজন ভালো খেলোয়াড় কিন্তু অধিনায়কত্বের কারণে হয়তো চাপে ছিলেন। ওপেনিং পজিশন থেকে নেমে আসেন চার নম্বরে। আমি মনে করি তাদের স্বাধীনতা দেওয়া উচিত ছিল।’
বছর তিনেক আগে রাজস্থান-পঞ্জাব ম্যাচে বল করার সময়ে অশ্বিন দেখেন, রান নেওয়ায় তাড়নায় ক্রিজ ছেড়ে অনেকটা বের হয়ে দাঁড়িয়ে রয়েছেন নন স্ট্রাইকার বাটলার। সঙ্গে সঙ্গে ডেলিভারি না করে নন স্ট্রাইকার প্রান্তের উইকেট ভেঙে দেন অশ্বিন। আউট হয়ে যান বাটলার। ম্যাচ হেরে যায় রাজস্থান।
বাবার কাছে মার খেলেন শিখর ধাওয়ান (ছবি-ইনস্টাগ্রাম)
পঞ্জাব কিংসের তারকা ব্যাটসম্যান শিখর ধাওয়ান নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি ভিডিয়ো শেয়ার করেছেন, যেখানে তাকে মার খেতে দেখা যাচ্ছে। ইনস্টাগ্রামে ভিডিয়োটি শেয়ার করে শিখর ধাওয়ান ক্যাপশনে লিখেছেন,‘নকআউটে যোগ্যতা অর্জন করতে না পারার জন্য আমি আমার বাবার দ্বারা নক আউট হলাম।’
কেএল রাহুল এমনিতেই এ বার আইপিএলে বেশ ভালো ছন্দে রয়েছেন। তিনি লিগ পর্বের ১৪ ম্যাচে করে ফেলেছেন ৫৩৭ রান। তিনি এই ম্যাচে আরসিবি-কে হারাতে মরিয়া থাকবেন। কারণ পঞ্জাব কিংসের অধিনায়ক হিসেবে নিজে ভালো খেললেও দলকে সে ভাবে সাফল্য দিতে পারেননি রাহুল। তাই লখনউ এসে সেই বদনাম তিনি ঘোচাতে চান।
আইপিএলে ভালো খেলার সুবাদে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারতীয় দলে ডাক পেয়েছেন অর্শদীপ সিং, উমরান মালিকরা। তারপরই উমরানের সঙ্গে বিশেষ মুহূর্ত উদযাপন করেন ইরফান পাঠান। টুইটারে সেই ছবিও পোস্ট করেন। তা নিয়েই তোপের মুখে পড়লেন উমরানদের মেন্টর।
পঞ্জাব কিংসের তরুণ এ বার আইপিএলের প্রতি ওভারে মাত্র ৭.৯১ করে রান দিয়েছেন। এটি জসপ্রীত বুমরাহর (৭.৬৬) পরে পেসার হিসেবে তাঁর দ্বিতীয় সেরা ইকোনমি রেট (ন্যূনতম ৬০ বল করার পর এই পরিসংখ্যান)। পাশাপাশি তিনি এক ইনিংসে ৪ উইকেটও নিয়েছেন।
সানরাইজার্সের বিরুদ্ধে পঞ্জাব কিংসের ম্যাচে মায়ঙ্কসহ সতীর্থরা। ছবি- আইপিএল।