দীর্ঘ সাড়ে চার বছর পর ফের প্রকৃত নিয়ন্ত্রণ রেখার পরিস্থিতি কিছুটা 'শান্ত' হয়েছে। ফের একবার লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় সেনা টহল শুরু করেছে। এই আবহে বার্ষিক পর্যাচলোচনা রিপোর্টে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা নিয়ে কী বলল প্রতিরক্ষা মন্ত্রক? ক'দিন আগেই পেন্টাগন কী বলেছিল LAC নিয়ে?