বাংলা নিউজ > বিষয় > Prosenjit weds rituparna
Prosenjit weds rituparna
সেরা খবর
সেরা ভিডিয়ো

৩৯ বছরের সুদীর্ঘ কেরিয়ার। তিলে তিলে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ‘ব্র্যান্ড’ তৈরি করেছেন টলিউড ইন্ডাস্ট্রির সবার প্রিয় বুম্বাদা। সেই ব্র্যান্ডকে হাতিয়ার করেই পরিচালক সম্রাট শর্মার ছবি ‘প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা’। বুধবার প্রকাশ্যে ছবির ট্রেলার। লঞ্চে হাজির হয়েছিলেন প্রসেনজিৎ, ইপ্সিতারা। ট্রেলার লঞ্চের আসরে অকপটে বুম্বাদা শিকার করে নিলেন, ছবিতে তাঁকে নিয়ে যা ইচ্ছা তাই করা হয়েছে। ভরপুর ‘গালাগাল’ও করা হয়েছে তাঁকে, এর জেরে কাস্ট অ্যান্ড ক্রু বেশ লজ্জাও পাচ্ছিল তাঁক সামনে শ্যুটিং করতে। যদিও সম্রটারে স্ক্রিপ্টে পূর্ণ সমর্থন ছিল খোদ প্রসেনজিৎ-এর।