বাংলা নিউজ > বিষয় > Quarantine centre
Quarantine centre
সেরা খবর
সেরা ছবি
করোনা কার্ভ প্রায় চ্যাপ্টা হয়ে গিয়েছে কেরালায়। একসময় যেই রাজ্যে দেশে সবচেয়ে বেশি সংখ্যক রোগী ছিল, সেখানে অ্যাক্টিভ কেস মাত্র ১৫। এই নিয়ে জয়জয়কার হচ্ছে সারা দেশে। এমনকী বিদেশের বিখ্যাত পত্র-পত্রিকাতেও কেরালা মডেল উল্লেখিত হচ্ছে। এবার বন্দে ভারত অপারেশনের অধীন বিদেশে আটকে পড়া লোকজন দেশে ফিরছেন। তাদের জন্য প্রস্তুত হচ্ছে সব রাজ্য। কেরালার ওপর চাপ একটু বেশি থাকবে কারণ পশ্চিম এশিয়ায় কর্মসূত্রে আছেন অনেক মালয়ালি। তাদের জন্য যে কোয়ারেন্টাইন সেন্টার প্রস্তুত রাখা হয়েছে, সেটা দেখে রীতিমত চমকিত নেটিজেনরা। শুধু ভারত নয়, সারা বিশ্বের কাছে কেরালা উদাহরণ বলে অনেকের অভিমত।