Radhika Gupta: ঘাড় কিছুটা বাঁকা। সঙ্গে কথায় ভারতীয় টান। তা নিয়ে ছোটোবেলায় কটূক্তির মুখে পড়তেন। সেই মেয়েই এখন ভারতের অন্যতম কনিষ্ঠ চিফ এগজিকিউটিভ অফিসার (সিইও) হয়েছেন। যিনি আপাতত এডেলওয়াইসের সিইও পদে আছেন। তাঁর কাহিনী সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।