Rajasthan assembly elections 2023
- রাজস্থানের নয়া মুখ্যমন্ত্রী হতে চলেছে ভজনলাল শর্মা। আগামী ১৫ ডিসেম্বর শপথগ্রহণ করতে চলেছেন। মঙ্গলবার বিজেপির পরিষদীয় দলের বৈঠকের পরে আজ নাম প্রস্তাব করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা সিং রাজে। আর সেই প্রচারের অন্তরালে থাকা ভজনলাল আদতে কে, তা জেনে নিন।