রণদীপ-লিনের এই ভাইরাল ভিডিয়োর নিচে কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। একজন লিখেছেন, ‘মহিলা মদে চুড় হয়ে রয়েছেন, ওঁর স্বামী অপ্রস্তুত হচ্ছেন।’ আরও একজন লিখেছেন, 'রণদীপকে দেখে মনে হচ্ছে, উনি অস্বস্তির মধ্যে রয়েছেন।' কারোর মন্তব্য, ‘মহিলাদের দেখে লাজুক মনে হয়েছিল, ভিডিয়োতে দেখছি একেবারেই আলাদা!’