Ranji trophy 2022 knockouts
- রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে মুম্বই-এর হয়ে খেলতে নেমে ব্যর্থ হলেন রাজস্থান রয়্যালসের যশস্বী জয়সওয়াল। তিনি এদিন ৩৫ রান করে দীপক ধোপালের শিকার হন। ইনিংসের ১৫তম ওভারের চতুর্থ বলে স্বপ্নিল সিংয়ের হাতে ধরা দিয়ে সাজঘরে ফিরে যান যশস্বী জয়সওয়াল।