দুর্গাপুজোর দিনকয়েক আগেই অন্তঃসত্ত্বা হওয়ার খবর শেয়ার করে নিয়েছিলেন কোয়েল মল্লিক। দেখা গেল, দ্বিতীয় সন্তান গর্ভে নিয়ে একেবারে সুস্থ টলিকুইন। নাচে-গানে মাতিয়ে রাখলেন বাড়ির ১০০তম বর্ষের পুজো। মার সঙ্গে চুটিয়ে উপভোগ করল কবীরও। আর মেয়েকে চোখে চোখে রাখার দায়িত্ব নিজের কাঁধে নিয়েছিলেন রঞ্জিত মল্লিক।