বাংলা নিউজ > বিষয় > Rape victim
Rape victim
সেরা খবর
সেরা ছবি
মেয়ে ছিল প্রাণের প্রিয়। তাঁর সঙ্গে সুখেই দিন কাটছিল উন্নাওয়ে নিগৃহীতার বাবার। গত বছর ডিসেম্বরে বদলে যায় ছবিটা। একরাশ কালো মেঘ ঘিরে ফেলে তাঁদের। দুই যুবকের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ করেন তরুণী। তখন থেকেই শুরু হয়েছিল মানসিক চাপ। পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করে, হুমকি দিচ্ছিল অভিযুক্তরা। তাও পিছিয়ে আসেননি বাবা-মেয়ে। লড়াই করছিলেন। কিন্তু, শুক্রবার শেষ হয়ে যায় সেই লড়াই। আগুনে পুড়ে মৃত্যু হয় তরুণীর।গতরাতে শেষবারের মতো বাবার কাছে আসেন মেয়ে, তবে নিথর হয়ে। হিন্দু রীতি মেনে মেয়েকে দাহ করা হোক, চাননি বাবা। তিনি বলেন, 'মেয়ে আগেই পুড়ে গিয়েছে, কবর দেব।'